‘একদিনের গণতন্ত্র’ থেকে বের হতে হবে: মাহমুদুর রহমান

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান
আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান | ছবি: এখন টিভি
0

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, গণতন্ত্র মানে শুধু ভোট নয়। একদিন ভোট দিলাম আর পাঁচ বছর কোনো খবর নেই, এমনটা হতে পারে না। আমাদের ‘একদিনের গণতন্ত্র’ থেকে বের হয়ে আসতে হবে।

আজ (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) সকালে ফারইস্ট মিলনায়তনে এবি পার্টি ও আপ বাংলাদেশের যৌথ আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনি ঐক‍্য: ক্ষমতা না জনতা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, ‘গণতন্ত্র কেবল একদিনের জন্য নয়। একদিনের ভোট দিলাম আর গণতন্ত্র শেষ হয়ে গেলো। বাকি ৫ বছর আর কোনো খবর নেই, পাঁচ বছর জনগণের আর কোনো অধিকার নেই। এই একদিনের গণতন্ত্রের ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা জনকল্যাণমূলক এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে একদিনের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

আরও পড়ুন:

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘একদিনের এরকম গণতন্ত্রের রেজাল্ট শেখ হাসিনার মাধ্যমে আমরা দেখিনি? কারণ, শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনকে আমি পূর্বপরিকল্পিত নির্বাচন বলি।’

এদিকে, জুলাইয়ের ‘সব শক্তিকে’ ভুল সংশোধন করে আবার রাজপথে নামার আহ্বান জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

এছাড়া ক্ষমতা ভাগাভাগির দৌড় অভ্যুত্থানকে ভুলিয়ে দিচ্ছে মন্তব্য করে আপ বাংলাদেশের আহ্বায়ক আলি আহসান জুনায়েদ বলেন, ‘রাষ্ট্রকে কখনোই ফ্যাসিবাদী কাঠামোতে ফেরত যেতে দেয়া যাবে না।’

এসএইচ