ঘরের মাঠে য়্যুভেন্তাসের বিপক্ষে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৫৭ মিনিট পর্যন্ত। সুযোগটা প্রথমে ভিনিসিয়াস জুনিয়র পেলেও ভাগ্য সহায় হয় বেলিংহামের। আর তাতে মৌসুমে প্রথম গোল করে উৎসবে মাতেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত রিয়ালের রক্ষণ ভাঙ্গতে না পারায় খালি তাতে ফিরতে হয় য়্যুভেন্তাকে।
আরও পড়ুন:
এদিকে দিনের অন্য খেলায় টানা চার ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে লিভারপুল। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলে বড় জয় নিশ্চিত করে অল রেডরা। আগের চার ম্যাচে সবমিলিয়ে তিন গোল করতে পারা লিভারপুলের হয়ে আজ গোল করেছেন পাঁচজন। এদিকে, ভার্জিল ফন,ইব্রাহিমা,গাকপোসহ ডমিনিক। আসরের অন্য ম্যাচে ক্লাব ব্রুজর বিপক্ষে ৪-০ গোলে জিতেছে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন। এই জয়ে আসরে ৭ ম্যাচের সবগুলোর সাফল্য নিশ্চিতে ২১ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।





