কোনো বাধা না থাকলেও এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না ইসি: সারজিস

সারজিস আলম
সারজিস আলম | ছবি: এখন টিভি
0

কোনোরকম বাধা না থাকলেও নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিচ্ছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। আজ (সোমবার, ২০ অক্টোবর) বগুড়া জেলা কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন ।

বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন সারজিস আলম। এ সময় তিনি জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত দেখতে চান তারা।

সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক এমন আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পাচ্ছে না এনসিপি।’

আরও পড়ুন:

দলকে সুসংগঠিত করতে প্রতিটি জেলায় সমন্বয় সভা করছে এনসিপি তারই ধারাবাহিকতায় বগুড়ায় সমন্বয় সভা করতে এসে জেলা কার্যালয় উদ্বোধন করেন।

পরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে সমন্বয় সভায় যোগ দেন সারজিস আলম।

এসএস