সাম্প্রতিক বছরগুলোতে এআই-নির্ভর পরিষেবার চাহিদা দ্রুত বৃদ্ধি পাওয়ায়, বড় প্রযুক্তি কোম্পানিগুলো উচ্চক্ষমতাসম্পন্ন সিপিইউ সংগ্রহে প্রতিযোগিতায় নেমেছে।
আরও পড়ুন:
নেস্কেল জানিয়েছে, এ চুক্তি ২০২৬ সালের প্রথম দিকেই বাস্তবায়ন শুরু হবে। চিপগুলো প্রধানত আজুর এআই জেটা সেন্টারে ব্যবহৃত হবে, যেখানে মাইক্রোসফট তার কো-পাইলট, ওপেন এআই মডেল, ও আজুর এআই পরিষেবা চালায়।
এ পদক্ষেপকে যুক্তরাজ্যের প্রযুক্তিতে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ এটি দেশটির এআই সাপ্লাই চেইন ও হার্ডওয়্যার উৎপাদন ক্ষমতাকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে।





