আলজেরীয় সরকার ২০৩০ সালের মধ্যে দশ লাখ আলজেরীয় নাগরিককে অত্যাবশ্যক প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ করছে যা দেশটির অর্থনৈতিক বৈচিত্রায়ন এবং বিশেষত জ্বালানি খাতের বাইরে প্রযুক্তিগত অগ্রগতির কৌশলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
‘ডিজিটাল আলজেরিয়া টুয়েন্টি থার্টি’ বাস্তবায়নে আলজেরীয় সরকারকে নেটকম লার্নিং এর মতন ইন্টারন্যাশনাল লার্নিং ইন্সটিটিউশন কিভাবে সহায়তা করতে পারে তাই আলোচিত হয় এ বৈঠকে।
নেটকম লার্নিং বাংলাদেশ ‘ডিজিটাল আলজেরিয়া টুয়েন্টি থার্টি’ রূপকল্পের সাথে সমন্বয় করে দশ লাখ শিক্ষার্থী ও পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষকদের প্রফেশনাল এফিশিয়েন্সি বৃদ্ধি ও স্কিলড ওয়ার্কফোর্স হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।





