কাঁচাবাজারে উঠছে শীতের সবজি, কাঁচামরিচে এখনও ঝাঁজ

শীতকালীন সবজি
শীতকালীন সবজি | ছবি: এখন টিভি
0

রাজধানীর কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। এতে কিছু সবজির দর কমেছে। তবে এখনও চড়া বেশিরভাগ সবজির দাম। প্রতিকেজি শিম ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, মুলা ৬০ টাকা। তবে গত সপ্তাহের তুলনায় বেগুন, টমেটো আর পটলের দাম কিছুটা কমেছে। আর এখনও অস্থির কাঁচামরিচের বাজার।

হেমন্তের শুরুতেই রাজধানীর কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। তবে বেশিরভাগই সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে।

বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকায়। গাজর ১০০ থেকে ১৪০ টাকা আর টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

এক দিনের ব্যবধানে কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। বিক্রেতাদের দাবি—সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি।

বিক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘যেরকম চাহিদা সেরকম আসতেছে। কিন্তু কম দিয়ে কিনতে পারছি না। গত সপ্তাহের চেয়ে পাঁচ টাকা বাড়ছে দাম।’

আরও পড়ুন:

এছাড়া বেগুন ১০০ আর পটল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের কেজি প্রতি ৮০, আর রসুন জাতভেদে মিলছে ১২০ থেকে ১৪০ টাকায়।

ক্রেতাদের মধ্যে একজন বলেন, ‘দাম বাড়ার বিষয়টা মাঝে বোঝার বাইরে। মাঝে মাঝে ১৪০ টাকায় হয়। আবার মাঝে মাঝে ২০০ টাকা হয়ে যায়। একদম কৃষি পর্যায়ে যারা বিক্রি করে তাদের কাছে অনেক কম দামে কিনে ঢাকা পর্যন্ত আসতে সিন্ডিকেটের মাধ্যমে ৮০ থেকে ১০০ টাকার মরিচ ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত চলে যায়।’

এদিকে রাজধানীর মুরগির বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৭০ থেকে ১৮০ টাকায়, আর সোনালি মুরগির দাম ছিল ৩০০ থেকে ৩১০ টাকার মধ্যে।

বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকলেও দামের তারতম্যে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ।

এসএস