পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ভোট কেন্দ্রে পেশী শক্তি প্রদর্শন করতে পারবে না, ভোট কেন্দ্র দখল করতে পারবে না জানিয়ে জামায়াত নেতারা বলেন, ‘স্বাধীনতার পর বহুদল ক্ষমতায় এসেছে, নির্বাচন হয়েছে। কেউ দিনের ভোট রাতে করেছে, কেউ বিনা-প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। কিন্তু জনগণের ভোটের অধিকার নিশ্চিত হয়নি। তাই দেশের জনগণের মৌলিক দাবি পূরণ করার মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন দিতে হবে যে নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন থাকবে না।’
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি নিশ্চিত করতে হবে যাতে করে ছোট বড় সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
আরও পড়ুন:
এ সময় আ.লীগের নিষিদ্ধের দাবিও তুলেন নেতারা। তারা বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগসহ তাদের দোসর জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এ দলগুলো বার বার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে পদদলিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে মজলুম জনতার বিজয় হয়েছে। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারকে উভয় কক্ষে পিআর পদ্ধতিসহ পাঁচ দফা মেনে নিতে হবে।’
এ সময় নরসিংদী শহর জামায়াতে ইসলামীর সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মোসলেহুদ্দীন, জেনারেল সেক্রেটারি ও নরসিংদীর পলাশ আসনের সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি জেনারেল মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমির, নরসিংদী সদর আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মো. ইব্রাহিম ভূইয়া, নরসিংদী সদর উপজেলা জামায়াতের আমির মাহফুজ ভূইয়াসহ অন্যান্যরা। এসময় দলটির অঙ্গসংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





