তৃতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে

শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি | ছবি: সংগৃহীত
0

তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি। আজ (বুধবার, ১৫ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি চলছে কর্মবিরতি।

একই দাবিতে ১২টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো- মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

আরও পড়ুন:

এর আগে গতকাল (মঙ্গলবার) ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গেলে হাইকোর্ট মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে পড়েন আন্দোলনকারীরা। সেখান থেকেই শিক্ষক নেতারা আল্টিমেটাম দিয়ে বলেন, বুধবার বেলা ১১টার মধ্যে দাবি না মানা হলে তারা শাহবাগে অবস্থান নেবেন। দাবি পূরণ না হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন তারা।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অবস্থান কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোঁড়ার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।

ইএ