ম্যাচের শুরু থেকেই ব্রাজিলই ছিল আক্রমণের দিক থেকে অনেকটাই এগিয়ে। যার সুফলও পেয়ে যায় রাতারাতি।
২৬ মিনিটে পাওলো হেনরিকে আর ৩২ মিনিটে গাব্রিয়েল মার্তিনেলি সেলেসাওদের এগিয়ে দেন ২-০ গোলে।
আরও পড়ুন:
তবে বিরতির পর বদলে যায় দৃশ্যপট। ৫২ মিনিটে নিজেদের প্রথম গোল পেয়ে যায় জাপান। তাকুমি মিনামিনো এক গোল শোধ করেন। ৬২ মিনিটে কেইতো নাকামুরা ম্যাচে ২-২ গোলের সমতা আনেন।
আর ৭১ মিনিটে আয়াশি উয়েদা গোল করে নিশ্চিত করেন ব্লু সামুরাইদের অসাধারণ এক জয়। আর এর মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবার জাপানের বিপক্ষে হারের স্বাদ পায় ব্রাজিল।





