ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন জেলেনস্কি

ট্রাম্প ও জেলেনস্কি
ট্রাম্প ও জেলেনস্কি | এখন টিভি
0

গাজায় শান্তি প্রতিষ্ঠার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া ট্রাম্পের সঙ্গে ফোনালাপে আলোচনা করছেন ইউক্রেনের জ্বালানি স্থাপনায় রুশ হামলা ঠেকানোর কৌশল নিয়েও। এদিকে শনিবার ইউক্রেনের বিভিন্ন প্রান্তে হামলা চালিয়ে অন্তত ৫ জনকে হত্যা করেছে পুতিন বাহিনী। একই দিনে রুশ হামলায় আহত হয়েছেন অন্তত ১ হাজার ইউক্রেনীয় বাসিন্দা। জবাবে রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে হামলা করেছে ইউক্রেন।

একদিকে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে আরও তীব্র সংঘাতে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়া। শনিবার ইউক্রেনের জ্বালানি স্থাপনা, সেনাবাহিনীর যানবাহন রাখার জায়গা, অস্ত্রের গুদাম এবং অস্থায়ী সেনা-ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছে অন্তত ১ হাজার ইউক্রেনীয় বাসিন্দা।

আরও পড়ুন:

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, এদিন ইউক্রেনীয় সেনাদের প্রায় একশো ড্রোন ভূপাতিত করা হয়েছে। বিপরীতে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিসের মুখপাত্রের দাবি, শনিবার ১০৮ বার সংঘর্ষে জড়ায় জেলেনস্কি ও পুতিন বাহিনী। পরিকল্পিত হামলা করা হয়েছে রাশিয়ার সবচেয়ে বড় তেল শোধনাগারে।

এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এসময় গাজা শান্তি চুক্তি কার্যকরে ভূমিকা রাখায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন জেলেনস্কি। মধ্যপ্রাচ্যের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধে ট্রাম্পের সহযোগিতা চেয়েছেন তিনি। ফোনালাপের পর এক্স বার্তায় জেলেনস্কি আরও নিশ্চিত করেছেন, ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে তার।

এদিকে চলতি সপ্তাহে ইউক্রেনকে সহায়তা দিতে রুশ সীমান্তে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনাবাহিনী'র দু'টি রয়্যাল এয়ার ফোর্স বিমান প্রায় ১২ ঘণ্টা মহড়া দেয় । পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য রাষ্ট্রের আকাশসীমায় রুশ বিমান ও ড্রোন অনুপ্রবেশের অভিযোগ ওঠার জেরে যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী।

ইএ