আগামীকাল হামাস-ইসরাইলের বন্দি বিনিময়

যুদ্ধ বিরতির প্রথম ধাপে সম্মত হামাস ও ইসরাইল
যুদ্ধ বিরতির প্রথম ধাপে সম্মত হামাস ও ইসরাইল | ছবি: সংগৃহীত
0

বন্দি বিনিময় হতে যাচ্ছে হামাস ও ইসরাইলের মধ্যে। বিষয়টি নিশ্চিত করেছে দু’পক্ষই। বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার, ১৩ অক্টোবর) দুপুরে হবে এ বন্দি বিনিময়। এরইমধ্যে শুরু হয়েছে প্রস্তুতিও। এদিকে গাজায় দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় একইদিন মিশরে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেখানে উপস্থিত থাকার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোসহ অন্তত ২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। যদিও গাজা যুদ্ধবিরতি বিষয়ে ইসরাইলের ওপর অনাস্থার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যতদূর চোখ যায় ধ্বংসস্তূপ ছাড়া কিছুই চোখে পড়ে না। বহুদিন পর গাজার এই ধ্বংসের নগরীতেই আবারও ফিরছেন ফিলিস্তিনিরা। যেখানে মাথা গোজার ঠাঁইটুকুও নাই তাদের। তবুও আপন ভূমিতে ফিরতে পেরে খুশি গাজাবাসী। যেখানে তাদের বোনা ছিলো হাজারো রঙ্গিন স্বপ্ন। যা ফিলিস্তিনের মাটির মতোই আজ ধূসর।

এ অবস্থায় গাজা শহরে চলছে বুলডোজার দিয়ে ইট-পাথর সরানোর কাজ। ন্যূনতম বাসযোগ্য করতেই ফিলিস্তিনিদের এ প্রচেষ্টা।

হামাস-ইসরাইলের যুদ্ধবিরতিতে একদিকে যখন বাড়ি-ঘরে ফেরার আনন্দে ভাসছেন ফিলিস্তিনিরা, এর সঙ্গে গাজায় ত্রাণ পৌঁছানো যোগ করেছে নতুন মাত্রা। সীমান্ত খুলে দেয়ায় গাজাবাসীর জন্য কয়েক ট্রাক ভর্তি মানবিক সহায়তা পৌঁছায় উপত্যকাটিতে। দৈনিক ৬শ' ট্রাক ত্রাণ প্রবেশের কথা রয়েছে গাজায়।

গাজায় যখন কিছুটা স্বস্তির নিশ্বাস তখন বন্দি বিনিময় নিয়ে চলছে তোড়জোড়। বাংলাদেশ সময় সোমবার দুপুরে হামাস ও ইসরাইলের মধ্যে বন্দি বিনিময়ের কথা নিশ্চিত করেছে দু’পক্ষই। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, ইসরাইলের সব জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দেবে হামাস। অপরদিকে অন্তত ২৫০ ফিলিস্তিনিকে ছেড়ে দেবে তেল আবিব। এরইমধ্যে এর প্রস্তুতি শুরু করেছে তারা।

আরও পড়ুন:

এদিকে গাজায় দীর্ঘ মেয়াদি শান্তি প্রতিষ্ঠায় সোমবার মিশরে আন্তর্জাতিক সামিটে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি ও ট্রাম্পের নেতৃত্বে এই শান্তি আলোচনায় আরও উপস্থিত থাকবেন অন্তত ২০ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মিশরের প্রেসিডেন্ট কার্যালয়। মিশরীয় রিসোর্ট শহর শারম আল শেখে অনুষ্ঠিত হবে এ সামিট। হোয়াইট হাউজ জানিয়েছে, রোববার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন ট্রাম্প। সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিয়ে যাবেন মিশরে।

যদিও গাজা যুদ্ধবিরতির বিষয়ে ইসরাইলের ওপর ভরসা নেই ইরানের। রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘গাজায় প্রথম ধাপে যুদ্ধবিরতি শুরু হয়েছে। সামরিক আগ্রাসন থেমেছে। সেনা প্রত্যাহার শুরু হয়েছে। গাজার প্রায় অর্ধেক তেল আবিবের দখলে। তবে গাজা থেকে পুরোপুরি ইসরাইলি সেনা উঠিয়ে নেয়ার বিষয়ে ঘোর সন্দেহ রয়েছে।’

এদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। ইসরাইল একাধিকবার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও ক্ষোভ জানান তারা।

ইএ