আজ (শনিবার, ১১ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ অবরোধ কর্মসূচি শুরু করে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, ‘গেলো বৃহস্পতিবার (৯ অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানায় বিক্ষোভ করেছিল। আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) তাদের বেতন দেয়া হবে এমন আশ্বাসে বিক্ষোভ স্থগিত করে চলে যায় শ্রমিকরা।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আজ দুপুরে মালিকপক্ষের একজন প্রতিনিধি সোমবার বেতন দিতে অপারগতার বিষয়টি শ্রমিকদের জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ৪টা ৪৫ মিনিটে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
তিনি জানান, জেলা পুলিশ ঘটনাস্থলে আছে। শ্রমিকদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের চেষ্টা চলমান আছে। এ অবরোধে মহাসড়কের সীতাকুণ্ড অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শতশত যাত্রী ও মালবাহী গাড়ি যানজটে আটকা পড়ে আছে।





