মুম্বাই- ভারতীয় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র। হিন্দি চলচ্চিত্র শিল্পের বিকাশও এ শহরে। ১৯৭০ সাল থেকে মুম্বাইয়ে যাত্রা শুরু করে চলচ্চিত্র নির্মাতা ও পরিবেশক প্রতিষ্ঠান ইয়াশ রাজ ফিল্মস। যার হাত ধরেই বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়ে স্থান পেয়েছে ব্যবসাসফল বহু সিনেমা।
চলতি বছর তিরিশে পা দিয়েছে ইয়াশ রাজ ফিল্মসের কালজয়ী ছবি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’। বলিউড বাদশা শাহরুখ খান ও কাজল অভিনীত এ ছবির বেশিরভাগ অংশের চিত্রায়িত হয়েছিল ইংল্যান্ডের বিভিন্ন জায়গায়। সম্প্রতি ভারত সফরে এসে ইয়াশ রাজ স্টুডিও পরিদর্শনের পাশাপাশি রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গেও দেখা করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইয়াশ রাজ স্টুডিওর বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।
বড় থিয়েটারে রানি মুখার্জির সঙ্গে সিনেমা দেখার পাশাপাশি বেশ খানিকক্ষণ সময় কাটান স্টারমার। বলিউড সিনেমার প্রশংসা করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বলিউড আবারও ফিরেছে ব্রিটেনে। একইসঙ্গে ইয়াশ রাজ ফিল্মস ঘোষণা করেছে ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে তিনটি বড় বাজেটের বলিউড সিনেমা শ্যুট করবে তারা, যা দুই দেশের চলচ্চিত্র শিল্পে উন্মোচন হবে নতুন দ্বার। পাশাপাশি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র ৩০ বছর পূর্তি অনুষ্ঠানও হবে ব্রিটেনে। এতে দুই দেশেরই সৃজনশীল শিল্পে কাজের সুযোগ বাড়বে বলে আশ্বাসও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
ইয়াশ রাজ ফিল্মস স্টুডিও পরিদর্শনের পর স্থানীয় একটি ফুটবল মাঠে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী। খেলোয়াড়দের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘুরে দেখেন তাদের কার্যক্রম। এসময় ইংলিশ প্রিমিয়ার লিগের খুদে ভক্তদের সঙ্গেও ট্রফিসহ ছবি তোলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘ভারতে আমরা আমাদের বড় প্রতিনিধিদল নিয়ে এসেছি। এটি কেবল ব্যবসা নয়, আমাদের বিশ্ববিদ্যালয়, সংস্কৃতি তুলে ধরছে, আমরা চলচ্চিত্রের ওপর একটি দুর্দান্ত চুক্তি করেছি। প্রিমিয়ার লিগ আয়োজনে যুক্তরাজ্য এবং ভারত একসঙ্গে কাজ করছে। ভারত এবং যুক্তরাজ্যের বন্ধন খুব শক্তিশালী এবং আমি সত্যিই খুশি। সিনেমার পাশাপাশি সকল চুক্তিগুলো যুক্তরাজ্যের জন্য সত্যিই ভালো, অনেকের কর্মসংস্থান হবে। এটি একটি অত্যন্ত সফল ভ্রমণ।’
যুক্তরাজ্যের চলচ্চিত্র শিল্প প্রতিবছর দেশটির অর্থনীতিতে যোগ করে ১২ বিলিয়ন পাউন্ড। যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ৯০ হাজার মানুষের। পাশাপাশি উন্নত অবকাঠামো ও ঐতিহাসিক শ্যুটিং লোকেশনের কারণে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের গন্তব্যও লন্ডন। আর যুক্তরাজ্যে চলচ্চিত্র খাতে দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ ভারত।





