মাল্টার বিপক্ষে ১২ ও ৪৮ মিনিটে কোডি গাকপোর গোলে লিড পায় নেদারল্যান্ডস। তার দুই গোলই আসে পেলান্টি থেকে। বিরতির পর ব্যবধান বাড়ান তিজানি রেইজ্যান্ডার্স।
এরপর ৯৩ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে ৪-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। এই জয়ে গ্রুপ ‘জি’ থেকে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নেদারল্যান্ডস। আর ছয় ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে মাল্টা।
আরও পড়ুন:
অন্য ম্যাচে ৩ মিনিটেই মরগান রজার্সের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এরপর ১১ মিনিটে অলি অ্যাটকিন্সের গোলে ব্যবধান দ্বিগুণের মিনিট দশেক পরেই তৃতীয় গোলটি আসে বুকায়ো সাকার পা থেকে। তাতে ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।





