প্রায় চার মাস পর আবারও ঘরের মাঠে হামজা-শমিতদের খেলা দেখার অপেক্ষায় দেশের অগণিত ফুটবল ভক্ত। তবে এবার প্রতিপক্ষ হংকং চায়না। ম্যাচের আগে বাংলাদেশ দলের মতো সতর্ক বাফুফের কম্পিটিশন কমিটিও।
গেলবার বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা প্রত্যাশার চেয়েও বেশি হওয়ায় সামাল দিতে নিরাপত্তাকর্মীরা বেশ হিমশিম খায়। ম্যাচের দিন গেইট ভেঙে মাঠে ঢুকে পড়েন সমর্থকরা। যে কারণে এবার প্রধান ফটকগুলোর নিরাপত্তা জোরদারে আরও সতর্ক হচ্ছেন আয়োজকরা।
বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল বলেন, ‘উনি বলেছেন কিছু গেটের ইস্যু নিয়ে যে, গেটের লক সিস্টেম যেন থাকে। আর আমাদের ম্যাচ কমিশনের মদদে উনি এসেছেন, এটা বাংলাদেশে নবম বার ওনার ম্যাচ কমিশনার হিসেবে আসা। তাই উনি জানে যে, এই মাঠের কোথায় কী সমস্যা আছে। সেগুলো উনি আমাদের জানিয়েছেন। আমাদের ম্যাচ কমিটি সেগুলো নিয়ে কাজ করছেন।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এবার নারীদের চেকিংয়ের জন্য আলাদা লাইন থাকবে। এমনকি এবার এক্সিটের জন্য আলাদা একটা এক্সিট গেট থাকবে। যদি কারও টিকিটে কোনো ঝামেলা থাকে সেক্ষেত্রে আমরা ব্যবস্থা নিতে পারবো, যেটা গতবার আমাদের ব্যর্থতা ছিল। যদি দেখি নারীদের লাইনে বেশি চাপ হয়ে গেছে, আমরা ওই লাইনেও কিছু ট্রান্সফার করতে পারবো।’
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং ম্যাচকে ঘিরে চলছে মাঠের শেষ সময়ের প্রস্তুতি। গেলবারের মতো এবারও থাকছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। কনসার্টের পাশাপাশি দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরম্যান্স থাকবে ম্যাচ শুরুর আগে।
তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা দর্শকদের জন্য অনেক কিছু করছি। যেহেতু দর্শকরা ৪ থেকে ৫ ঘণ্টা আগে আসবে, আমরা চেষ্টা করছি তারা যেন এসে ভালো একটা অনুষ্ঠান উপভোগ করতে পারে এবং এন্টারটেইন্ড হয়।’
ম্যাচের নিরাপত্তার স্বার্থে ৭টার পর কোনো দর্শক মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন তাজওয়ার আউয়াল।





