এশিয়ান কাপ বাছাইপর্বে এবার ডু অর ডাই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। প্রতিপক্ষের র্যাংকিং, সমীকরণ কোনটা দেখেই স্বস্তিতে থাকার সুযোগ নেই বাংলাদেশের। এরপরও দলের প্রাণভোমরা হামজা চৌধুরীসহ শমিত সোম-জায়ান আহমেদ, রাকিবদের ওপরই আস্থা রাখছেন বাংলাদেশের অগণিত ভক্ত সমর্থকরা।
হংকংয়ের সঙ্গে লড়াই বাংলাদেশের জন্য নতুন নয়। এর আগেও এশিয়ান কাপ বাছাই পর্বসহ অন্য প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে দু'দল। সবশেষ দেখা ২০০৬ সালে। দীর্ঘ ১৯ বছরের মধ্যে দুদলের ফুটবলার থেকে পাল্টে গেছে দলের কৌশলও। যে কারণে প্রতিপক্ষ দলকে নিয়ে বেশ পড়াশুনা করেছে বাংলাদেশ, জানিয়েছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
আরও পড়ুন:
এদিকে এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা হামজা-শমিত-ফাহমেদুলকে নিয়ে পরিকল্পনায় সাজিয়েও পাননি সাফল্য। এবার পূর্ণ পয়েন্ট অর্জন চ্যালেঞ্জিং হলেও দল আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন তিনি।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা সিঙ্গাপুর দলের বিপক্ষে ভালো খেলে পয়েন্ট অর্জন করতে পারেনি। তবে সেই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। যা এশিয়ান কাপের পরবর্তী ম্যাচে পুরো দল কাজে লাগাতে প্রস্তুত।’
এদিকে প্রতিযোগিতায় ২ ম্যাচ খেলে এক জয় আর ১ হারে পয়েন্ট টেবিলে দুইয়ে আছে হংকং। এবার টানা জয়ে টেবিলের শীর্ষে উঠার লক্ষ্য দলটির।
জাতীয় স্টেডিয়ামে দু'দলের জমজমাট লড়াই শুরু হবে বৃহস্পতিবার রাত আটটায়।





