উৎসব উপলক্ষে সোমবার ছিল সরকারি ছুটি। এসময় মিয়ানমারের চাউং উ টাউনশিপে জড়ো হয় প্রায় ১০০ মানুষ। উৎসবে মোমবাতি জ্বালিয়ে দেশটির বর্তমান জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর আয়োজনও ছিল।
এদিকে, উৎসবটিতে বিমান হামলার সম্ভাব্য খবর আগে থেকে জানত দেশটির জান্তা নিয়ন্ত্রণাধীন পিপলস ডিফেন্স ফোর্স। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুষ্কৃতিকারীরা হামলা চালিয়েছে বলে বিবিসিকে জানায় বাহিনীটির এক কর্মকর্তা।





