আজ (বুধবার, ৮ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ এই জেরা অনুষ্ঠিত হবে। এর আগে গত তিনদিন একই সাক্ষীকে জেরা করা হয়।
সাক্ষ্যে এ তদন্ত কর্মকর্তা জানান, জুলাইতে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসী দেশের ৫০টিরও অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে। ৪১ জেলার ৪৩৮ টি স্পটে গণহত্যা চলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় ২৫ কার্যদিবসে মোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন। প্রত্যেকেই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
এ ছাড়া আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ হবে ট্রাইব্যুনাল ২ তে। গতকাল প্রসিকিউশন জানায়, চলতি সপ্তাহেই গুমের বেশ কয়েকটি ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। গুমের ঘটনায় ৩ টি মামলাতেই প্রধান আসামি শেখ হাসিনা।





