আড়াইহাজারে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

বজ্রপাতের ছবি
বজ্রপাতের ছবি | ছবি: সংগৃহীত
2

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ৬ অক্টোবর) দুপুরে উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকার কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মো. নিরব (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত নিরব আড়াইহাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের নয়াপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. নাজমুল মিয়ার একমাত্র সন্তান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত নিরব বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন।

পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় আড়াইহাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আড়াইহাজার উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ