ভেনেজুয়েলার উপকূলে মাদক বহনকারী জাহাজে মার্কিন সেনাবাহিনীর অভিযান

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ | ছবি: সংগৃহীত
0

ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি মাদক বহনকারী একটি জাহাজে প্রাণঘাতী অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এ অভিযানে নিহত হয়েছে চার মাদক চোরাচালানকারী। গতকাল (শুক্রবার, ৩ অক্টোবর) এ অভিযান চালায় মার্কিন সেনাবাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হেগসেথ লিখেছেন, আমেরিকান জনগণের বিরুদ্ধে আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত এসব হামলা চলবে।

আরও পড়ুন:

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানান তিনি। ভিডিওতে দেখ যায়, যেখানে দেখা যায় সমুদ্রে একটি নৌকা চলার সময় সেটির ওপর দিয়ে একাধিক প্রজেক্টাইল আঘাত হানে এবং মুহূর্তেই সেটি বিস্ফোরিত হয়। হেগসেথ দাবি করেন নিহত সবাই মাদক সন্ত্রাসী এবং এ অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

ইএ