থেমে থেমে বৃষ্টির পর স্বাভাবিক আবহাওয়ায় রাজশাহীর বাজারে স্বস্তি ফেরেনি সবজির দামে। গত সপ্তাহের মতোই সরবরাহ কম থাকায় সবজির বাজারে মূল্যবৃদ্ধি দেখা গেছে। রাজশাহীর মাস্টারপাড়া বাজারে সরেজমিনে দেখা যায় বাজারে সবজির সরবরাহ কম থাকায় কেজি প্রতি ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
বেগুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা, লাউ প্রতি পিচ ৫০ টাকা, ঢ্যাঁড়স প্রতি কেজি ৬০ টাকা, বরবটি প্রতি কেজি ৬০-৭০ টাকা, করলা কেজি প্রতি ৭০-৮০ টাকা, পটল ৫০ টাকা, আলু ১৬ টাকা, ঝিঙা ৩০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, ফুলকপি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা প্রতি কেজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কজি প্রতি ২৮০-৩০০ টাকা দরে।
আরও পড়ুন:
তুলনামূলক ভাবে বিভিন্ন রকমের শাকের দাম কিছুটা কম। লাল শাক, পুঁইশাক, কলমি শাক ১৫-২০ টাকা প্রতি আঁটি। পালং শাক বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে।
ক্রেতারা অভিযোগ তুলে বলছেন, বিক্রেতারা সিন্ডিকেট করে এসব সবজির দাম বৃদ্ধি করছে। তারা যদি একটু দামটা কম করে ধরেন তাহলে সবার ক্রয়ক্ষমতার মধ্যে আসবে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে শীতকালীন সবজি আসলে দাম স্বাভাবিক হবে বলেও জানান তারা।





