ম্যানইউয়ের সঙ্গে রোনালদোর পুনর্মিলনী!

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো | ছবি: সংগৃহীত
0

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আবারও পুনর্মিলনী হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে তার সাবেক ক্লাবটির খেলোয়াড় হয়ে ফিরছেন না তিনি। সিআর সেভেনের বর্তমান ক্লাব আল-নাসরের বিপক্ষে খেলতে পারে ইউনাইটেড, সেই সূত্রেই উঠে আসছে এ পুনর্মিলনীর প্রসঙ্গ।

এবারের ট্রান্সফার মৌসুমে দল সাজাতে আড়াইশো মিলিয়ন ইউরো খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যয়ের তুলনায় সেভাবে আয় না হওয়ায় প্রায় ১১৫ মিলিয়ন ইউরো ঘাটতিতে আছে ক্লাবটি, যা পুষিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে রেড ডেভিলসরা। 

আরও পড়ুন:

প্রাথমিকভাবে সৌদি প্রো লিগের দল আল-নাসরের সঙ্গে খেলতে চায় ম্যানচেস্টার ইউনাইটেড। বর্তমানে আল-নাসরে খেলছেন রোনালদো। ২০২২ সালের শেষ ভাগে বনিবনা না হওয়ায় ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন তিনি। 

তবে এখনও ইংলিশ ক্লাবটির সমর্থকদের কাছে রোনালদো ব্যাপক জনপ্রিয়। আর এটি কাজে লাগিয়েই প্রীতি ম্যাচের মাধ্যমে আর্থিক ঘাটতি কাটিয়ে উঠতে চায় রেড ডেভিলসরা।

এসএইচ