বুয়েটের পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, এ-সিক্স প্রো’র কুলিং সিস্টেম আগের থেকে উন্নত হয়েছে। ডিভাইসটিতে একটি ফোর্টি থ্রি হান্ড্রেড স্কয়ার মিলিমিটার ভিসি ভেপর চেম্বার ও এক্সপান্ডেড গ্রাফাইট লেয়ার ব্যবহার করা হয়েছে। যার ফলে তাপ নিঃসরণ এরিয়া ২০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে, ডিভাইসটি লম্বা সময় ব্যবহার করলেও এর তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস বাড়ে মাত্র।
নেটওয়ার্ক অ্যাডাপ্টেবিলিটির ক্ষেত্রেও অপো এ-সিক্স প্রো বেশ ইউনিক। এআই ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সিলেকশন থাকায় এ ডিভাইসটি বাস্তব জীবনের সমস্যাগুলোকে চিহ্নিত করে তাতে স্থিতিশীল সংযোগ নিশ্চিত করতে সক্ষম।
আরও পড়ুন:
এছাড়াও, ডিভাইসটিতে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা সাধারণ ব্যবহারের ক্ষেত্রে একবার চার্জে প্রায় তিনদিন চলতে সক্ষম। এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভিওওসি ফ্ল্যাশ চার্জিং। যা চার্জিং সময়কে আরও কমিয়ে আনে।
সেইসঙ্গে ফোনটির পাঁচ বছরেরও বেশি স্থায়ী ব্যাটারি পারফরম্যান্স রয়েছে বলে নিশ্চিত করেছে বুয়েট। আরও বৈচিত্র্য যোগ করতে এ-সিক্স প্রোতে নিয়ে আসা হয়েছে রিভার্স চার্জিং। এর মাধ্যমে এটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করতে সক্ষম। এতে করে ব্যবহারকারীরা ছোট ইলেকট্রনিক্স বা অন্যান্য স্মার্টফোনও চার্জ করতে পারবেন।





