দুর্গাপূজা ঘিরে অপতৎপরতা চলছে, সতর্ক থাকার আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: সংগৃহীত
0

হিন্দু সম্প্রদায়ের উৎসব ঘিরে দেশি-বিদেশি নানা অপতৎপরতা চলছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন তিনি। 

রিজভী বলেন, ‘অভ্যুত্থানের পর প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে জামায়াত শিবিরের কর্মীদের বসানো হয়েছে আর বিএনপিপন্থিদের অগুরুত্বপূর্ণ জায়গায় ফেলে রাখা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এমন পরিস্থিতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।’

এসময় গাজওয়াতুল হিন্দ নিয়ে জামায়াত নেতার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে।’

এছাড়া পাহাড়ে হঠাৎ অশান্তি মানুষকে ভাবিয়ে তুলছে বলেও মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এসএইচ