জাকার্তায় বর্জ্য অব্যবস্থাপনার বিরুদ্ধে নদী রক্ষায় অভিনব পদক্ষেপ

চিলিউং নদী
চিলিউং নদী | ছবি: সংগৃহীত
0

প্রতিদিন একটি নদীর বুকে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় সাত হাজার টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক এ নদী, বিশ্বে ভয়াবহ দূষণের কবলে থাকা জলপথের অন্যতম। জীবন-জীবিকার উৎস হিসেবে নদীটিকে রক্ষার বার্তা দিতে বিশ্ব নদী দিবসে সেজন্য হয়ে গেলো অভিনব এক উৎসব। প্লাস্টিকের বোতলসহ নানারকম পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে তৈরি ৪০টির বেশি নৌকা ভেসে চলেছে চিলিউং নদীর তীর ধরে। বিশ্বের অন্যতম দূষিত নৌপথ বলেই বিশ্ব নদী দিবসে এমন প্রতীকী নৌ-যাত্রা চিলিউংয়ে।

বিনোদনের পাশাপাশি পরিবেশ শিক্ষা বার্তা দিতে বিভিন্ন প্রাণী, স্থানীয় কিংবদন্তী, পরিবহনের মাধ্যম আর ভবনের আদলে তৈরি এসব নৌযান। দ্বীপদেশ ইন্দোনেশিয়ার জাকার্তায়, রোববার ‘পরিবেশের প্রতি ভালোবাসা উৎসব’ শিরোনামে এ আয়োজনের উদ্দেশ্য ছিল রাজধানীতে নদী দূষণ নিয়ে মানুষকে সচেতন করা। জলপথ পরিষ্কার ও প্রশস্তকরণ এবং ড্রেজিংয়ের জন্য সরকারি বিভিন্ন উদ্যোগ গতি পেতে থাকার মধ্যেই অভিনব এ উৎসব।

অংশগ্রহণকারীদের মধ্যে একজন বলেন, ‘এটা খুবই ভালো যে আমরা মিনারেল ওয়াটারের বোতলের মতো বর্জ্য পদার্থ কোনো কাজে ব্যবহার করতে পারছি। নদীগুলো এখন আরও প্রশস্ত এবং খুব বেশি পরিষ্কার না হলেও পরিষ্কার। তাই প্রকৃতির মনোরম রূপ এবং বিকেলের খাবার উপভোগ করতে বেশ ভালোই লাগছে। এসব কাজে আমার সমর্থন আছে। কারণ এতে আরও বেশি পর্যটক আকৃষ্ট হবেন এবং একে ঘিরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ বাড়বে।’

আরও পড়ুন:

জাকার্তায় বর্জ্য ব্যবস্থাপনা কতটা জরুরি হয়ে উঠেছে, তা নিয়ে বারবার তাগাদা দিচ্ছেন পরিবেশবিদরা। বলছেন, নগরীর বর্জ্যের স্তূপের অন্যতম প্রধান উৎস হয়ে উঠছে নদীগুলোই।

ইন্দোনেশিয়ার জার্কাতা পরিবেশ সংস্থার প্রধান আসেপ কুসওয়ান্তো বলেন, ‘জাকার্তায় বর্জ্যের একটি উৎস হলো নদী থেকে উৎপন্ন বর্জ্য। আমরা জানি, বান্তার গেবাং ল্যান্ডফিলের বর্জ্যের স্তূপ ৬০ মিটার উচ্চতায় পৌঁছেছে। আশা করছি যে- সম্প্রদায়ের প্রতিটি সদস্য তাদের ঘর থেকে বর্জ্য কমাতে এবং জৈব ও অজৈব বর্জ্য বাছাই করতে পারবে। স্থানীয় সম্প্রদায়ের মানুষকে নদী রক্ষা এবং নদীতে বর্জ্য কমানোর গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করা এবং ভবিষ্যৎ জনসচেতনতা বৃদ্ধি আমাদের লক্ষ্য।’

আন্তর্জাতিক ওয়াটার্স লার্নিং এক্সচেঞ্জ অ্যান্ড রিসোর্স নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, প্রতিদিন চিলিউং নদীতে শুধু কঠিন বর্জ্যই ভেসে যায় সাত হাজার টনের বেশি। জাকার্তার বর্জ্য অব্যবস্থাপনার প্রতীক হয়ে উঠেছে নদীটি। জীবন-জীবিকার উৎস আর বন্যার পানি নিষ্কাশনের পথ বের করতে নদীটিকে সচল করার প্রক্রিয়া চলমান।

ইএ