মর্ত্যে এসেছেন দেবী দুর্গা; ষষ্ঠীর সকালে শুরু বিহিত পূজা

শুরু হয়েছে বিহিত পূজা
শুরু হয়েছে বিহিত পূজা | ছবি: এখন টিভি
0

অপেক্ষার অবসান ঘটিয়ে মর্ত্যে এসেছেন দেবী দুর্গা। সেজন্য সকাল জুড়ে ছিলো তাকে আহ্বান জানানোর আনুষ্ঠানিকতা।

পঞ্চমীর সন্ধ্যাতেই দেবী দুর্গার বোধন হওয়ায় ষষ্ঠীর সকালে আনুষ্ঠানিকতায় থাকে বিহিত পূজার। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের বেলতলায় আজ (রোববার, ২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় শুরু হয় বিহিত পূজা।

আরও পড়ুন:

পূজার প্রস্তুতি চলতে চলতেই ভিড় জমায় ভক্তরা। আবাহন, আসন, পাদ্য, অর্ঘ্য, স্নান বা অভিষেক, ধূপ, দীপ, নৈবেদ্য, মন্ত্রপাঠ এবং পুষ্পাঞ্জলি অর্পণের মতো বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ পূজার।

এবছর গজে চড়ে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যা রূপে মর্ত্যলোকে বাবার বাড়ি বেড়াতে এসেছেন দেবী দুর্গা। ফিরবেন দোলায় চড়ে। এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এসএস