পদ্মায় স্পিডবোট ডুবে নারীর মৃত্যু

আহতদের একজন হাসপাতালে ভর্তি
আহতদের একজন হাসপাতালে ভর্তি | ছবি: এখন টিভি
0

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর গোপালপুর ঘাট থেকে মৈনট ঘাটের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট ডুবে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন যাত্রী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে স্পিডবোটটি ছেড়ে যাওয়ার পর পদ্মা নদীর অপর পারের মৈনট ঘাটের কাছাকাছি পৌঁছালে প্রচণ্ড ঢেউ আর কড়াল স্রোতের পড়ে বোটটির তলা ফেটে গিয়ে স্পিডবোটে পানি উঠে ডুবে যায়।

এসময় স্পিডবোটের ১৮ জন যাত্রী প্রায় আধা ঘণ্টা যাবৎ পদ্মায় ভেসে ছিলেন। পরে স্থানীয়রা ছুটে গিয়ে দুর্ঘটনা কবলিত যাত্রীদের উদ্ধার করেন।

আরও পড়ুন:

দুর্ঘটনায় দুর্গা রায় (৫৬) নামের এক গৃহবধূ মারা গেছেন। তিনি উপজেলার জয়দেব সরকারের ডাঙ্গি গ্রামের বিমল চন্দ্র রায়ের স্ত্রী। আহত সিকমা আক্তার (২০), লক্ষণ রায় (০৩), মারিয়া আক্তার (২৫), মাসুদ আলম সহ মোট আট যাত্রীকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রজিউল্লাহ খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে যায় এবং নৌবাহিনীকে অবহিত করি।

চরভদ্রাসন ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার গোলাম মুর্তজা জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করি।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন জানান, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। এ ঘটনায় যদি কারো অবহেলা প্রমাণিত হয় তবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ননী গোপাল হালদার দুর্গা রায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সেজু