৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ

বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ছবি: সংগৃহীত
0

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় নাটোরের স্বাধীনতা চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দলটি। পরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা।

এর আগে শহরের স্বাধীনতা চত্বরে ৫ দফা দাবিতে সমাবেশ করে জামায়াত। এ সময় পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন:

এদিকে একই দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। এতে অংশ নেয় জামায়াতের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী।

ইএ