দুর্গাপূজাকে সামনে রেখে বাজারে সরবরাহ বাড়লেও চড়া ইলিশের দাম

ইলিশ মাছ | ছবি: এখন টিভি
0

আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে নিষিদ্ধ হচ্ছে ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ ও বেচাকেনার সকল কার্যক্রম। এরইমধ্যে দুর্গাপূজাকে সামনে রেখে এই সময়ে বাজারে সরবরাহ বেড়েছে ইলিশের। কিন্তু দাম সাধারণের নাগালের বাইরে। তবুও স্বাদ আর সাধ্যের সমন্বয়ে চলছে নানামুখী চেষ্টা।

বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের তুলনায় ছোট জাতের ইলিশ মাছের দাম কেজিতে ১০০-১৫০ টাকা কমেছে। কিন্তু বড় জাতের ইলিশ মাছের দাম এক টাকাও কমেনি। যা নিয়ে শুধু সাধারণ ক্রেতারাই নন, অনেক খুচরা ব্যবসায়ীও ইলিশের চড়া দাম নিয়েও অসন্তুষ্ট।

১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৪০০ টাকা। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা আর এরচেয়ে কম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

আরও পড়ুন:

তবে, অন্যান্য মাছ যেমন, রুই কাতল চিংড়িসহ অন্যান্য মাছের দাম কমেছে ১০০ থেকে ২০০ টাকা।

দাম বাড়তি রয়েছে সবজিরও। সবচেয়ে বেশি দাম উসতা, করলা ও বেগুনের। কাঁচা মরিচ প্রতি পাল্লা ১ হাজার ও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।

সেজু