বিক্রেতারা বলছেন, গত কয়েক দিনের তুলনায় ছোট জাতের ইলিশ মাছের দাম কেজিতে ১০০-১৫০ টাকা কমেছে। কিন্তু বড় জাতের ইলিশ মাছের দাম এক টাকাও কমেনি। যা নিয়ে শুধু সাধারণ ক্রেতারাই নন, অনেক খুচরা ব্যবসায়ীও ইলিশের চড়া দাম নিয়েও অসন্তুষ্ট।
১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৩০০ থেকে ২৪০০ টাকা। ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার টাকা আর এরচেয়ে কম ওজনের ইলিশও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।
আরও পড়ুন:
তবে, অন্যান্য মাছ যেমন, রুই কাতল চিংড়িসহ অন্যান্য মাছের দাম কমেছে ১০০ থেকে ২০০ টাকা।
দাম বাড়তি রয়েছে সবজিরও। সবচেয়ে বেশি দাম উসতা, করলা ও বেগুনের। কাঁচা মরিচ প্রতি পাল্লা ১ হাজার ও কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে।




