আগের পাঁচ ম্যাচে মাত্র ১ গোল করা আলভারেজকে মাঠ থেকেই তুলে নিয়েছিলেন কোচ সিমিওনে। সেই ক্ষোভই হয়তো তাকে তাতিয়ে দিয়েছিল। ম্যাচের ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন আলভারেজ। মার্কাস ইয়োরেন্তের ক্রসে ভলিতে বল জালে পাঠান এই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন।
আরও পড়ুন:
প্রথমার্ধের যোগ করা সময়ে এ গোল শোধ করে দেন পেপ চাভারিয়া। ৭৭ মিনিটে বড় ধাক্কা খায় মাদ্রিদের দলটি। আলভারো গার্সিয়ার গোলে এগিয়ে যায় ভায়োকানো। তবে ৩ মিনিট পরেই সেই গোল শোধ করেন আলভারেজ। জটলায় বল পেয়ে জালে জড়ান তিনি।
তবে আলভারেজ আসল জাদু দেখান ৮৮ মিনিটে। গুইলিয়ানো সিমিওনের পাস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে জোরাল বাঁকানো শটে বল জালে পাঠান এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬ ম্যাচে ২ জয় ও ৩ ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে রোজিব্লাঙ্কোরা।





