মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকায় বৃষ্টিপাত: আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টির ছবি
বৃষ্টির ছবি | ছবি: এখন টিভি
0

মৌসুমি বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় এ আবহাওয়াবিদ বলেন, সকাল ৯টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০৫ মিলিমিটার। আপাতত ঢাকায় আর বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। 

তিনি বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’

আরও পড়ুন:

তিনি জানান, এতে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলেও জানান তিনি।

এসএইচ