উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর

নুরুল হক নুর
নুরুল হক নুর | ছবি: সংগৃহীত
0

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ (সোমবার, ২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান জানান, দেশের চিকিৎসায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন নুর। বাইরে চিকিৎসা নিতে চাননি তিনি। তবে মেডিকেল বোর্ড তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার বিকল্প নেই জানালে দলীয় ও পারিবারিক সিদ্ধান্তে তিনি দেশের বাইরে চিকিৎসা নিতে সম্মত হন।

আরও পড়ুন:

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ৪ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত চিকিৎসা নিতে হবে নুরকে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষোভ প্রকাশ করে ফারুক হাসান বলেন, ‘এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত কোনো রিপোর্ট দেয়নি। এটাও সরকারের ব্যর্থতা।’

এসএইচ