নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভ: আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। সমাবেশের নিয়ম ভঙ্গ ও পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয়েছে অন্তত ৩০ জন বিক্ষোভকারীকে। আহত হয়েছেন ২ জন পুলিশ কর্মকর্তা।

আজ (শনিবার, ২১ সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের হেগে বর্তমান প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভে নামেন প্রায় দেড় হাজার মানুষ। আটকে দেয়া হয় শহরের মূল সড়ক।

আরও পড়ুন:

এসময় পুলিশ বাধা দিতে গেলে তাদের দিকে কাঁচের বোতল ও পাথর ছুড়ে মারে বিক্ষোভকারীরা। আগুন ধরিয়ে দেয়া হয় পুলিশের গাড়িতেও।

এ ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডিক স্কুফ। এ ধরনের সহিংসতা মেনে নেয়া হবে না বলে মন্তব্য করছেন তিনি।

এসএস