দুদক কর্মকর্তারা জানান, সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ২৫ কোটি টাকার একটি মামলা তদন্তে বেরিয়ে আসে বিদেশে বিপুল সহায় সম্পদের তথ্য। ভীশণ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের নামে দেশ থেকে ২৫ কোটি টাকা পাচারের এ মামলা করা হয়। এ মামলা তদন্তে ৫৮২ কোটি টাকার সম্পদ ও বিপুল বাড়ি, ফ্ল্যাটের সন্ধান মিলে।
আরও পড়ুন:
পরে জানা যায়, এসব সম্পদ বিদেশে তিনি হস্তান্তরের চেষ্টা করছেন। সেজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়।
দুদক কর্মকর্তারা জানান, এ রেড নোটিশ পুলিশের আইজির মাধ্যমে ইন্টারপোলে পাঠানো হবে। যেন তিনি যে দেশেই আছেন এবং সহায় সম্পদ যেখানে আছে সেখানেই ব্যবস্থা নেয়া সম্ভব হয়।





