এর আগে গত ১৮ সেপ্টেম্বর তাকে জেরা করা হয়। এর আগে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।
এদিন ট্রাইব্যুনাল-২ এ রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।




