শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে নাহিদ ইসলামের দ্বিতীয় দফার জেরা আজ

মানবতাবিরোধী অপরাধের মামলা

ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ
ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ | ছবি: এখন টিভি
0

জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দেয়া জবানবন্দির ওপর নাহিদ ইসলামকে আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় জেরা করবেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর তাকে জেরা করা হয়। এর আগে বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিনব্যাপী জবানবন্দি দেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম।

এদিন ট্রাইব্যুনাল-২ এ রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ হবে আজ। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে।

এসএস