অ্যানফিল্ডে ম্যাচের ৬ মিনিটেই জোড়া গোল পেয়ে যায় লিভারপুল। চতুর্থ মিনিটে সালাহর অ্যাসিস্টে গোল করেন অ্যান্ডি রবার্টসন। দুই মিনিট পর নিজেই স্কোরশিটে নাম তোলেন সালাহ।
তবে অ্যাতলেটিকো মাদ্রিদও ম্যাচে ফেরে দারুণভাবে। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন মার্কান ইয়োরেন্তে। ম্যাচের ৮১ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলে ম্যাচে আনেন ২-২ সমতা।
আরও পড়ুন:
লিভারপুল তাদের নাটকীয় জয় নিশ্চিত করে ৯২ মিনিটে। অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের হেডে ৩-২ গোলে এগিয়ে যায় তারা। এরপর আর কোনো গোল না হলে জয় নিশ্চিত হয় তাদের।
রাতের আরেক ম্যাচে আয়াক্সকে ইন্টার মিলান হারিয়েছে মার্কাস থুরামের জোড়া গোলের সুবাদে। বিরতির আগে পরে ৫ মিনিটের ব্যবধানে ২টি গোল করে ইন্টারকে ৩ পয়েন্ট এনে দেন এ ফ্রেঞ্চ স্ট্রাইকার।





