ফল পুনঃপ্রকাশের দাবিতে ৪৪ বিসিএসে সুপারিশপ্রাপ্তদের মানববন্ধন

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন | ছবি: সংগৃহীত
0

ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে সরকারি কর্ম কমিশন পিএসসির সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে আজ (রোববার, ১৪ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে তারা জানান, ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে।

মানববন্ধনে অংশ নিয়ে তারা ৩টি দাবি পেশ করেন। দাবিগুলো হলো-

(১) এ বছরের ডিসেম্বরের মধ্যেই ৪৪ তম বিসিএসের গেজেট প্রকাশ করতে হবে।

(২) চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করতে হবে।

(৩) ৪৪ তম বিসিএসের নিয়োগের আগ পর্যন্ত পরবর্তী কোনো বিসিএসের কার্যক্রম গ্রহণ করা যাবে না।

আরও পড়ুন:

এ সময় তারা জানান, এসব সমস্যার সুরাহা না করেই ৪৮তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত নথি জনপ্রশাসনে প্রেরণ করা হয়েছে। এতে পুরাতন বিধি অনুসরণ করা হয়েছে। যা সম্পূর্ণ আইনবহির্ভূত।

তারা বলছেন, এরই মধ্যে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ১৬শ’ ৯০ জন প্রায় ৪ বলেন বছর ধরে বেকার অবস্থায়। যা অত্যন্ত অন্যায় আচরণ বলে মন্তব্য করেন তারা। তারা আরও জানান, পিএসসির চেয়ারম্যান সাথে দেখা করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। এ বিষয়ে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে স্মারকলিপিও প্রদান করেন তারা।

ইএ