নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

চাকরির বাজার ও আরএফএল গ্রুপ
চাকরির বাজার ও আরএফএল গ্রুপ | ছবি: এখন টিভি
0

আরএফএল গ্রুপ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মার্চেন্ডাইজিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগ দেয়া হবে। ৪ সেপ্টেম্বর ২০২৫ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ অক্টোবর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • পদের নাম : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
  • চাকরির ধরন : বেসরকারি চাকরি
  • আবেদন শুরুর তারিখ : ৪ সেপ্টেম্বর
  • আবেদনের শেষ তারিখ : ৩ অক্টোবর


আবেদনের জন্য প্রার্থীদের বিএসসি (লেদার ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকতে হবে। উৎপাদন অগ্রগতি পর্যবেক্ষণ ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা আবশ্যক। প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আজকের চাকরির খবর

আরও পড়ুন:

এটি ফুলটাইম চাকরি এবং অফিসভিত্তিক কাজ। কর্মস্থল ময়মনসিংহ, নরসিংদী, পাবনা, রাজশাহী ও রংপুরে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে মূল বেতনের পাশাপাশি টি/এ, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখা যাবে আরএফএল গ্রুপের ওয়েবসাইটে

সেজু