শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেছাকে চমকে দিলেন নারায়ণগঞ্জের ডিসি

ফজিলাতুন্নেছাকে চমকে দিলেন নারায়ণগঞ্জের ডিসি
ফজিলাতুন্নেছাকে চমকে দিলেন নারায়ণগঞ্জের ডিসি | ছবি: এখন টিভি
4

বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময়ে সংবাদ প্রচারের কারণে নারায়ণগঞ্জে পরিচিত মুখ হয়ে উঠেছেন শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেছা। সংগ্রামী এ নারীর জন্য উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন খোদ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা। দিয়েছেন নগদ অর্থ সহায়তাও।

আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) ভরদুপুরে নগরীর অন্যতম ব্যস্ত সড়কে প্রতিদিনের মতো ফল বিক্রিতে ব্যস্ত ছিলেন ওই বৃদ্ধা। হঠাৎ দলবল নিয়ে সেখানে হাজির হন জেলা প্রশাসক।

ফজিলাতুন্নেসাকে একে একে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, নতুন পোশাক, বিছানার চাদর এবং ব্যবসার পুঁজি বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা তুলে দেন।

এসব উপহার হাতে পেয়েই তিনি জানতে পারেন উপহার দাতা খোদ জেলা প্রশাসক। মুহূর্তেই আবেগাপ্লুত হয়ে হয়ে পড়েন এ নারী।

আরও পড়ুন:

শতবর্ষ অতিক্রম করেও আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছেন তিনি। এ সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘বয়স কোনো বাঁধা নয়। নিজ হাতে পরিশ্রম করে জীবনের লড়াই চালিয়ে যাওয়াই আসল শক্তি। ফজিলাতুন্নেসার এ সংগ্রামী মনোভাব আমাদের সকলের জন্য অনুকরণীয়।’

তিনি বলেন, ‘ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে জেলা সমাজসেবা অফিসকে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি জেলার অন্যান্য সংগ্রামী ও আত্মনির্ভরশীল মানুষদেরও সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসতে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাইমা ইসলাম।

এসএস