বাকৃবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ, থমথমে ক্যাম্পাস

উপাচার্যের বাসভবনের সামনে ভাঙচুর

উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান
উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান | ছবি: এখন টিভি
1

কম্বাইন্ড (বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি) ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। বর্তমানে পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আজ (রোববার, ৩১ আগস্ট) শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য বাকৃবির উপাচার্যসহ ২২৭ শিক্ষককে ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে। এসময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হয়। দাবি মানা না পর্যন্ত তালা না খোলার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।

এমতাবস্থায় সন্ধ্যার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ ওঠে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের বাইরে অব্স্থান নিয়ে ভাঙচুর চালায়।

জানা যায়, কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নাল আবেদীন মিলনায়তনে

শিক্ষক একাডেমি কাউন্সিলের বৈঠক চলছিল। বৈঠক শেষে দুপুর ১ টায় শিক্ষকদের পক্ষ থেকে ভেটেরিনারি ও অ্যানিম্যাল হাজবেন্ড্রি এবং কমবাইন্ড ডিগ্রিসহ মোট তিনটা ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত জানানো হলে সিদ্ধান্ত না মেনে বিক্ষুব্ধ হয়ে উঠে আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে দুপুর ১টা থেকে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২২৭ জন শিক্ষক। এখন পর্যন্ত প্রায় ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় আছে উপাচার্যসহ শিক্ষকরা। এদিকে দাবি আদায়ে অনড় অবস্থানে আছে শিক্ষার্থীরা। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!