নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল | ছবি: এখন টিভি
2

রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ও মহানগর গণঅধিকার পরিষদ। আজ (শনিবার, ৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা -‘নুরের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’, ‘জাতীয় পার্টির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আপা গেছে যেই পথে, জাপা যাবে সেই পথে’, ‘আমাদের সংগ্রাম চলছেই চলবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ সমাবেশে মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভূঁইয়া অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে দিল্লিতে একটি মিটিং হয়েছে। সেখানে সাড়ে চার হাজার কোটি টাকার বাজেট হয়েছে। স্বৈরাচারের প্রধান দোসর শেখ হাসিনার সঙ্গে মিটিং হয়েছে। এর যোগানদাতা এস আলম গ্রুপের চেয়ারম্যান। এ বাজেট নির্বাচন বানচালের জন্য হয়েছে। নুর ভাই যেভাবে ২০১৮ সাল থেকে বিগত সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সেজন্যই তাকে টার্গেট করে হামলা চালানো হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠন ও জাতীয় পার্টির রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে। পাশাপাশি চব্বিশ ঘণ্টার মধ্যে নুর ভাইয়ের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।’

মিছিলে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক রাহুল আরফান, যুব অধিকারের আরিয়ান রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া এ বিক্ষোভ কর্মসূচিতে ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাঃ মাছুম বিল্লাহসহ দলটির অন্যান্য নেতাকর্মীরাও সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!