নারায়ণগঞ্জে টিস্যু ব্যবসায়ী বিল্লাল হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, দু’জনের যাবজ্জীবন

হত্যা মামলার আসামি
হত্যা মামলার আসামি | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিস্যু ব্যবসায়ী বিল্লাল হোসেন হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও দু’জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক আমিনুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় এক আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাদির ওরফে নাসির এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোহন ও মানিক।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম মাসুম জানান, ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে বিল্লাল হোসেন ছিনতাইকারীদের কবলে পড়লে বাধা দেন।

আরও পড়ুন:

এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে আহত করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানির পর আদালত আজ এ রায় ঘোষণা করে।

সেজু