শক্তিশালী টাইফুন কাজিকি ধেয়ে আসছে ভিয়েতনাম ও চীনের দিকে

ঘুর্ণিঝড়ের স্যাটেলাইট ছবি
ঘুর্ণিঝড়ের স্যাটেলাইট ছবি | ছবি : সংগৃহীত
0

ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কাজিকি। টাইফুনটি ভিয়েতনাম ও চীনের দিকে ধেয়ে আসছে বলে জানায় আবহাওয়া বিভাগ। আজ (সোমবার, ২৪ আগস্ট) সন্ধ্যা নাগাদ টাইফুনটি উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভিয়েতনামের আবহাওয়া বিভাগ।

সেসময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৬৬ কিলোমিটার। যা চলতি বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে এরইমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও বিমানবন্দর। প্রায় ৬ লাখ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। উদ্ধারে নিয়োজিত রয়েছে প্রায় ১৬ হাজার সেনা ও এক লাখের বেশি প্যারামিলিটারি সদস্য।

আরও পড়ুন:

ঝড়টি চীনের হাইনান অতিক্রম করেছে। এখানকার আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়ের ফলে ৩২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এরইমধ্যে সেখানকার ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহন বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

এদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের ফলে রবি ও সোমবারের ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়। শুধু ভিয়েতনামেই মারা গেছে ৩০০ জন।

ইএ