মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগ: চট্টগ্রামে পুলিশের উপপরিদর্শক প্রত্যাহার

বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন
বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে কামাল হোসেন নামে পুলিশের এক উপপরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। গত ২৪ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা। এ সময় ৪৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন তারা। পরে একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে রমিজ উদ্দিন নামের একজন লোহাগাড়া থানা-পুলিশের সোর্স। ঘটনার সময় রমিজ উদ্দিন স্বীকার করেন ফেনিসিডিল পরিবহন ও ব্যবসার সঙ্গে কামাল উদ্দিন জড়িত। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

এএইচ