দাঁতের সুরক্ষায় চুল ও পশমের টুথপেস্ট

চুল ও পশমের টুথপেস্ট
চুল ও পশমের টুথপেস্ট | ছবি: সংগৃহীত
0

চুল ও পশম থেকে তৈরি হচ্ছে টুথপেস্ট। দাঁতের সুরক্ষার অভিনব এই পদ্ধতি আবিষ্কার করেছে কিংস কলেজ লন্ডনের গবেষকরা। তাদের দাবি, পশম ও চুলের তৈরি টুথপেস্ট দাঁতের সুরক্ষায় অধিক কার্যকর।

সকালে ঘুম থেকে উঠেই কিংবা রাতে ঘুমাতে যাওয়ার আগে অনেকের প্রতিদিনের একটি নিয়মিত কাজ দাঁত ব্রাশ করা। মুখের সুস্বাস্থ্য নিশ্চিতে নিয়মিত পরিষ্কার রাখতে হবে দাঁত। বাজারে নানা রকমের টুথপেস্ট পাওয়া গেলেও এবার অভিনব এক টুথপেস্ট আবিষ্কার করেছেন কিংস কলেজ লন্ডনের গবেষকরা।

ক্ষতিগ্রস্ত দাঁতের চিকিৎসায় চুল, ত্বক এবং পশমে পাওয়া প্রোটিন কেরাটিন ব্যবহার করে তৈরি হয়েছে টুথপেস্ট। গবেষকরা জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে গ্রাহকদের কাছে পৌঁছাবে এই উপাদান।

আরও পড়ুন:

গবেষকদের একজন বলেন, ‘কেরাটিন হল একটি এপিথেলিয়াল প্রোটিন। আমাদের ত্বক এবং চুলকে রক্ষা করে, এখান থেকেই আমরা ধারণাটি পাই। এনামেল দাঁতের একটি আবরণ যা দাঁতকে রক্ষা করে। আমরা ভেড়ার পশম থেকে কেরাটিন বের করেছি, এটি খুবই টেকসই। এই কেরাটিনের এনামেল অন্যান্য রেজিনের তুলনায় ৫ থেকে ৬ গুণ বেশি শক্তিশালী, সেইসাথে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে ফ্লোরাইডের চেয়ে ২০০ গুণ বেশি ভালো।’

গবেষণা বলছে, কেরাটিন, ক্যালসিয়াম এবং ফসফেট আয়নগুলোর সাথে মিথস্ক্রিয়া করে নতুন এই টুথপেস্ট দাঁতের ক্ষয় প্রতিরোধসহ দাঁতের সুরক্ষায় অধিক কার্যকর। বাজারে প্রচলিত টুথপেস্টের বিপরীতে কেরাটিন জৈব-সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের চুলের মতো জৈবিক বর্জ্য বেশি উপকারী।

এরইমধ্যে দুইটি পদ্ধতি আবিষ্কার করেছেন গবেষকের। জানান, একটি দৈনিক-ব্যবহারের টুথপেস্ট এবং আরেকটি ভ্যারিয়েন্ট জেল। যদিও দীর্ঘমেয়াদী কার্যকারিতার জন্য প্রয়োজন ক্লিনিক্যাল ট্রায়াল। কম খরচে এরইমধ্যে পণ্যটি বাজারে ছাড়তে বিভিন্ন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে বলেও জানান সংশ্লিষ্টরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মুখের রোগ আছে বিশ্বে এমন মানুষের সংখ্যা ৩৫০ কোটি। এদের মধ্যে প্রায় ২০০ কোটি মানুষ ভুগছেন দাঁতের ক্ষয়জনিত সমস্যায়।

সেজু