খুলনায় ফেরির সঙ্গে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ৩

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে
ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান চলছে | ছবি: এখন টিভি
0

খুলনার ভৈরব নদীতে ট্রলার থেকে পড়ে তিন যাত্রী নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে মাঝ নদীতে ফেরির সঙ্গে ট্রলারের  ধাক্কা লাগলে তারা নদীতে পড়ে যায় বলে জানান স্থানীয়রা।

খবর পেয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। স্থানীয়রা জানান, ভৈরব নদীর জেলখানা ঘাট থেকে ট্রলারটি ছেড়ে মাঝ নদীতে গেলে ফেরির সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রলারে থাকা তিন যাত্রী নদীতে পড়ে যায়।

আরও পড়ুন:

এদের মধ্যে একজন রূপসা উপজেলার আইচঘাতী ইউনিয়নের বাসিন্দা আকাশ। বাকি দু’জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

এসএইচ