রাজধানীর পল্লবীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

উদ্ধার করা পিস্তল ও ম্যাগজিন
উদ্ধার করা পিস্তল ও ম্যাগজিন | ছবি: আইএসপিআর
0

রাজধানীর পল্লবীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল (রোববার, ৩ আগস্ট) আনুমানিক রাত ৯টায় পল্লবী থানাধীন মিরপুর ১২ এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আজ (সোমবার, ৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১টি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের আটক করতে অনুসন্ধান চলমান রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো ধরনের অপরাধমূলক তৎপরতার তথ্য জানাতে অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের আহ্বানও জানানো হয়।—প্রেস বিজ্ঞপ্তি

এএইচ