নাটোরে পিকআপের চাপায় চালকসহ নিহত ২

পিকআপের চাপায় দু’জন নিহত
পিকআপের চাপায় দু’জন নিহত | ছবি: এখন টিভি
0

নাটোর শহরের চকবৈদ্যনাথ চামড়া আড়ত এলাকায় পিকআপ ভ্যানের চাপায় চালকসহ দু’জন নিহত হয়েছেন। গতকাল (সোমবার, ২ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট থেকে ছেড়ে আসা একটি আমবোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে গেলে সেটি রাস্তার পাশে দাঁড় করিয়ে চাকায় কাজ করছিলেন চালক রনি ও আম ব্যবসায়ী মজিদ। এসময় দ্রুতগতির আরেকটি পিকআপ এসে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়। নিহত রনি ও মজিদ দুজনই পাবনার বেড়াবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি মাহবুর রহমান বলেন, ‘মরদেহ দুটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি পালিয়ে গেছে। পিকআপটি ও তার চালককে শনাক্ত করতে ইতোমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।’

এনএইচ