শিখন ঘণ্টা বাড়িয়ে বছরের ছুটি কমানোর চিন্তা করছে মন্ত্রণালয়: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার | ছবি: সংগৃহীত
0

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ছাত্র-শিক্ষকদের মধ্যে শিখন ঘণ্টা বাড়িয়ে বছরের ছুটি কমানোর চিন্তা করছে মন্ত্রণালয়। কারণ অধিক ছুটির কারণে ক্লাস কম হওয়ার কারণে পড়াশুনা ব্যাহত হচ্ছে। তিনি বলেন, ‘শূন্য পদগুলো পূরণ করার পাশাপাশি ছাত্র-শিক্ষকদের সংখ্যা সমন্বয় করা হলে শিক্ষার মানোন্নয়ন হবে।’

আজ (মঙ্গলবার, ১৩ মে) দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া ও খেলা উৎসব এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক আসমা শাহীন উপস্থিত ছিলেন।

পরে উপদেষ্টা স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোয়ন শীর্ষক এক সভায় যোগ দেন।

সেজু