পুলিশ জানায়, বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুনের মামলায় শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৫ মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করেছিল তেজগাঁও থানা পুলিশ।
এর পরদিন প্রতিক্রিয়া জানিয়ে স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এরপর, গত ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোডে দুর্বৃত্তের গুলিতে আব্দুল্লাহ ও মানিক নামে দুজন নিহত হন।
এ ঘটনায় ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ সাত জনের নামে হত্যা মামলা করেন।





